ফরিদপুরে অসহায়-দরিদ্র ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। জাতীয় শ্রমিক লীগের কোতয়ালী থানা কমিটির সদস্য সচিব মো. মিঠু মিয়া এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।
সোমবার দুপুরে শহরের আলীপুর মহল্লার নওয়াব আলী টাওয়ারের সামনে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শামীম হক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছির ও যুবলীগ নেতা আলী আজগর মানিক। অনুষ্ঠানে ফরিদপুর পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই