পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনার উপকূলীয় কয়রার দক্ষিণ বেদকাশীতে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা’।
সোমবার দুপুরে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর সহযোগিতায় আংটিহারা এলাকায় সংগঠনের কার্যালয়ের সামনে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আবু সাঈদ খান। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, কিশমিশ ও বাদাম।
আরও উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, যুবলীগ নেতা মুকুল বিশ্বাস, স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সহ-সভাপতি আহাদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন কবির, সদস্য আকবর আলী খান, মফিজুল ইসলাম, আসাদুল ইসলাম, তাজমুন হোসেন, বিশ্বজিৎ বিশ্বাস, ওলিউল্লাহ, মো. আবু রায়হান খান, শাহ আলমগীর মিলন, শাহিনুর, মোজাহিদ ও জুলকার নাইম।
বিডি প্রতিদিন/এমআই