জয়পুরহাটে বৃষ্টির মধ্যে মসজিদে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে বৃষ্টি শুরু হওয়ায় জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহসহ কোনো ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।
এদিন সকাল ৮টায় জেলার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন অধ্যক্ষ আব্দুল মতিন।
ঈদের জামাতে অংশ নেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন এলাকায় মসজিদে মসজিদে ঈদের জামাত শেষে মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে ঈদের চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী অনেকে কোলাকুলি করেন।
বিডি প্রতিদিন/এমআই