চুয়াডাঙ্গায় মুষলধারে বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে ঈদগাহের ঈদ জামাত। সকল প্রস্তুতি থাকলেও বৃষ্টির কারণে চুয়াডাঙ্গা শহর ও আশপাশের ঈদগাহগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি।
মঙ্গলবার পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে সকাল ৭টায় চুয়াডাঙ্গা শহর ও আশপাশ এলাকায় ঝড়-বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে ঈদগাহ ময়দানের পরিবর্তে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শহরের কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাতে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানসহ মুসল্লিরা অংশগ্রহণ করেন। জেলার অন্যান্য স্থানেও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই