দুই ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটে লঞ্চ, স্পিডবোট ও আধা ঘণ্টা পর ফেরি সচল হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে লঞ্চ-স্পিডবোট ও সোয়া ১০টার দিকে ফেরি সচল করে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক ও সহকারী বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, সকাল ১১টার দিকে আবহাওয়া অনুকূলে এলে নৌযান সচল করা হয়।
এর আগে সকাল ৯টার দিকে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় যাত্রী নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে লঞ্চ-স্পিডবোট ও পৌনে ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন