নোয়াখালীতে নিহত যুবদল নেতা আলম ও মমহিনের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলুর পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে। নিহত আলম ও মমহিনের নিজ বাড়ীতে আলমের মেয়ে-স্ত্রী এবং মহিনের ছেলে-স্ত্রী উপস্থিতিতে উপহার তুলে দেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি বরকত উল্যা বুলু, সামীমা বুলু, জেলা যবুদলের সভাপতি জিএস সুমন, ওমর শরীফ সানীয়াত, সাবেক চেয়ারম্যান মীর জুমলা মিঠু, যুবদল আহবায়ক রুস্তম আলী, জাহের আলম লিটন, মহিউদ্দিন, ইউছুফ চৌধুরী, মানিকসহ বিভিন্ন ইউনিয়নে নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ