নোয়াখালীতে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হয়েছে। নোয়াখালীতে এবার ১ হাজার ৮৬৩টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল সোয়া ৮টায় নোয়াখালী জেলা জামে মসজিদে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার শহিদুল ইসলামসহ অন্যান্য মুসল্লিরা অংশগ্রহণ করেন।
এছাড়া সকাল ৮টায় জেলার কোর্ট মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে পর্যায়ক্রমে জেলার প্রধান প্রধান মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদের নামাজ আদায় শেষে বিশেষ মুনাজাতে মহান আল্লাহ কাছে সমগ্র মুসলিম জাহান তথা মানব জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই