বরগুনার সদর উপজেলায় ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে মেহেদি (২০) নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার সকালে উপজেলার ঢলুয়া ইউনিয়নের কাঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মেহেদী এবছর বরগুনা সরকারি কলেজ থেকে বিএ পাশ করেছিল। তার বাবার নাম আলতাফ হোসেন। তার দুই ছেলের মধ্য মেহেদী বড় ছিল।
মেহেদীর পারিবারিক সূত্রে জানা যায়, মেহেদী দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে আক্রান্ত ছিল। আজ সকালে ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য বাড়ির পাশের খালে গোসল করতে যায় মেহেদি। কিন্তু গোসল করতে গিয়ে আর ফিরে আসেননি তিনি। পরে স্বজনরা খোঁজ করতে গিয়ে খালের মধ্য মৃত অবস্থায় তাকে দেখতে পেয়ে উদ্বার করে।
বিডি প্রতিদিন/এমআই