কক্সবাজারের টেকনাফে মানসিক রোগীদের ঈদের দিনে উন্নত মানের খাবার ও নতুন কাপড় বিতরণ করেছে মানসিক রোগীদের তহবিল মারোত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় টেকনাফ পৌর শহরের শাপলা চত্বর প্রাঙ্গণে মানসিক রোগীদের মাঝে সেমাই, উন্নত মানের খাবার ও নতুন কাপড় বিতরণ করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানসিক রোগীদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মারোত’র প্রধান উপদেষ্টা প্রভাষক সন্তোষ কুমার শীল।
আরও উপস্থিত ছিলেন মারোত’র ফেরদাউস ইসলাম, মো. দিদারুল আলম (প্রবাসী), মো. ইসমাইল, সাইফুল ইসলাম, সাইফুল হাকিম, মোবারক হোসেন ভূঁইয়া, মো. হোসেন আমিটী, ডা. রূপন শর্মা, মো. মোশাররফ হোসেন ও নুরুল আমিন আবুল কালাম প্রমুখ।
এছাড়া পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া মানসিক রোগীদের স্বজন-পরিবারের কাছেও সাহায্য তুলে দিচ্ছেন। সংগঠনটি এই কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই