রংপুরের গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক ভ্যানচালক ও মোটরসাইকেল চালক এক কিশোরের দাফন হয়েছে। চাঁদরাতে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার তাহের মিয়ার ছেলে আকবর (৫৫) ভ্যানে করে গঙ্গাচড়ায় আসেন।বৃহস্পতিবার রাতে ডাঙ্গাপাড়া এলাকায় গঙ্গাচড়ার বড়বিল মাস্টারপাড়া এলাকার মোকলেছুর রহমানের ছেলে তারাবী হোসেন (১৭) মোটরসাইকেলে আসছিল। ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হলে দুজন গুরুতর আহত হয়। দুই জনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তারা মারা যান।
গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন জানান, কেউ মামলা না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের নিজ নিজ এলাকায় ঈদের দিন দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম