বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় মোকতার হোসেন সরদার (৫৫) নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। সোমবার (২ মে) দিবাগত রাত ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
মোকতার বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বাসিন্দা। তিনি মাহিলাড়া ইউপির সাবেক সদস্য ছিলেন।
মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, রাত ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন মোকতার। এ সময় ব্রিজের পাশে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আশোকাঠী হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসকার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ মে) সকালে তার মৃত্যু হয়।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল