সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক স্বামী মোঃ পলাশের (৩৪) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া পৌর শহরের শ্রীকোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান, পলাশ তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে পিছন থেকে একটি সিএনজি ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে তারা দুজনই ছিটকে রাস্তার মাঝে পড়ে যান। এ সময় পলাশ তড়িঘরি করে উঠে তার স্ত্রীকে বাঁচাতে রাস্তা থেকে উঠলে ঢাকাগামী অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পলাশ মারা যায়। তিনি আরো জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনুরোধ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ