ঝিনাইদহের মহেশপুরে মাদকসেবনের প্রতিবাদ করায় তিন সন্তানের জননী স্ত্রী জুলি খাতুনকে (২৫) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী বাবলু শেখকে (৩৭) আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামের কালুনুতাপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদক সেবন করায় ভারসাম্যহীন হয়ে পড়েসেজিয়া গ্রামের তিন সন্তানের জনক বাবলু শেখ। পরিবারের অন্যান্য সদস্যরাসহ গ্রামবাসী তার স্ত্রী জুলি খাতুনকে মাদকসেবী পাগলের বলে। আজ সন্ধ্যার ৭টার দিকে বাড়ির একটি চেয়ারে চুপ করে বসে ছিল বাবলু শেখ। সেসময় স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ঘরে থাকা গাছকাটা কুড়াল দিয়ে স্ত্রীর মাথায় ও কোমরে সাজোরে কোপ দেয়। তাৎক্ষনিক ভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এর আগে স্ত্রীকে কুপিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় ইউপি সদস্য ও চৌকিদারসহ গ্রামবাসী ঘাতক বাবলু শেখকে আটক করে রাখে। এরপর পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার ওসি সেলিম মিয়া।
বিডি প্রতিদিন/এএ