রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে নৈরাজ্য প্রতিরোধ করতে পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার রাতে বিক্ষোভ মিছিল ও পথসভা করছেন।
পাংশা টেম্পু স্ট্যান্ড থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর একটি মিছিল পাংশার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে পাংশার কালীবাড়ী মোড় এলাকায় একটি পথসভা করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পথসভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাস, শরিষা ইউনিয়নের চেয়ারম্যান আজমল আল বাহার, পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল্লাহ আল মাসুদ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল মোর্শেদ আরুজ, শামসুল মৃধা ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল বক্তব্য রাখেন।
এদিকে যেকোনো মূল্যে আগামীকাল শনিবার উপজেলা শিল্পকলা একাডেমীতে উপজেলা বিএনপির সম্মেলন করতে সব প্রস্তুতি গ্রহণ করছে পাংশা উপজেলা বিএনপি। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেত্রীবৃন্দ উপস্থিত থাকার করা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ বিএনপির সম্মেলন প্রতিহত করতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিলের নামে এই নৈরাজ্য সৃষ্টি করছে।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, আমরা পাংশা শিল্পকলা একাডেমীতে শান্তিপূর্ণ উপজেলা বিএনপির সম্মেলন করতে চাই। প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই সম্মেলন করতে দিতে চাচ্ছে না। তারা তারা বিক্ষোভ মিছিল করে বিএনপিকে ভয়ভীতি দেখাতে চেষ্টা করছে। বিএনপির সম্মেলন না হোক সেই চেষ্টা জেলা বিএনপির কিছু নেতাকর্মী।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, আগামীকাল উপজেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা রয়েছে। আজ সন্ধ্যায় পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর