সাভারের তুরাগ নদ থেকে নাসরিন (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহ কীভাবে ওই নদে আসল তা এখনও জানা যায়নি।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাভারের আমিন বাজারের বসিলা ব্রিজের উত্তর পাশের তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাসরিন মাদারীপুর জেলার উমিত পুর আলীপুর এলাকার মৃত হারুন মুন্সির মেয়ে। তার বাবা পরিবারের সকলকে নিয়ে ঢাকা মেট্রো পলিটনের দারুস সালাম থানার বড় বাজার এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। তার স্বামীর বাড়ি ঢাকা মেট্রো পলিটনের একই থানার গাবতলী বর্ধন বাড়ি এলাকায়।
পুলিশ জানায়, নিহত নাসরিন তার স্বামী হিমেলের সাথে ঢাকা মেট্রোপলিটনের গাবতলী বর্ধন বাড়ি এলাকায় বসবাস করে আসছিলেন। ঈদ উপলক্ষে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন।
গত ৪ মে রিকশাযোগে তিনি তার স্বামীর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন। শুক্রবার রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে তার মরদেহ ওই এলাকার তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়।
আমীনবাজার নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মো.শহিদুল ইসলাম সরদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে।
এটি হত্যাকাণ্ড কি না জানতে চাইলে তিনি বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না, বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হবে।
বিডি প্রতিদিন/কালাম