৪০তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত চুয়াডাঙ্গা জেলার ২৫ কৃতি সন্তানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে শহরের সাহিদ প্যালেস হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সেচ্ছাসেবী সংগঠন চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম সাইফুর রশীদ, এফবিসিসিআই পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিতদের ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করা হয়। এসময় চুয়াডাঙ্গা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন