চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাছের নিচে চাপা পড়ে রাহুল আহমেদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলার জামজামি গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রাহুল একই গ্রামের রবিউল ইসলামের ছেলে। সে জামজামি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে জামজামি গ্রামের জিকে ক্যানেলের বাধে গাছ কাটা হচ্ছিল। গ্রামের অন্য ছেলেদের সাথে গাছ কাটা দেখতে যায় রাহুল। এসময় একটি গাছের নিচে চাপা পড়ে সে। এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/কালাম