ঈদের ছুটি শেষে ঢাকার কর্মস্থলে বাস-ট্রেনের টিকিট না পাওয়ায় অনেকেই কর্মস্থলে সময়মতো ফিরতে পাচ্ছেন না। বাস ও ট্রেনের টিকিট কোথাও নেই। ফলে কর্মস্থলে ফিরতে চরম অস্বস্তিতে রয়েছেন অনেকে।
শনিবার সকালে নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্টান্ডে গিয়ে দেখা যায়, অসংখ্য যাত্রী টিকিট না পেয়ে ফিরে আসছেন। কাউন্টার থেকে বলা হচ্ছে ১৪ এপ্রিলের আগে কোনো টিকিট নেই। অথচ কালোবাজারে ৬০০ টাকার টিকিট এক থেকে দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে।
ঢাকা গমনেচ্ছু সিরাজুল ইসলাম জানান, প্রতিটি কাউন্টারে টিকিট রয়েছে। তারপরেও বলা হচ্ছে টিকিট নেই। এই কাজ বাস টার্মিনালের একশ্রেণির অসাধু কর্মচারীরা করছেন। তিনি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
শনিবার রংপুর রেলস্টেশন এলাকায় গিয়ে দেখা গেছে, নির্দিষ্ট দিনের টিকিট ৩ দিন আগে দেওয়ার কথা। সকালে লাইনে লাইনের মাধ্যমে এই টিকিট দেওয়া হচ্ছে। গভীর রাত থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও সকালে অনেকেই টিকিট পাচ্ছেন না। ১০-১২ জনকে টিকিট দেওয়ার পরে কাউন্টার থেকে বলা হচ্ছে টিকিট শেষ। বাইরে কালোবাজারিদের হাতে টিকিট দেখা গেছে। এতে ট্রেনের টিকিট প্রত্যাশীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
ঢাকাগামী টিকেট প্রত্যাশী আবিদ করিম বলেন, এখন যে পদ্ধতিতে টিকিট দেওয়া হচ্ছে তাতে অনিয়ম হওয়ার কথা নয়। তারপরেও আমরা টিকিট পাচ্ছি না। এর একটা বিহিত হওয়া প্রয়োজন। এ ছাড়া টিকিট উত্তোলন করে কালোবাজারে বিক্রি করা হচ্ছে।
ঢাকা থেকে কষ্ট করে এলেও ফিরতি পথে বাস-ট্রেনের টিকিট পেতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। নগরীর শাহীপাড়া এলাকার মারুফ জানান, কাকডাকা ভোরে গিয়ে লাইনে দাঁড়িয়েও টিকিট না পেয়ে ফিরে এসেছেন। ৮ থেকে ১০ জনকে টিকিট দেওয়ার পর কাউন্টার থেকে সাফ জানিয়ে দিচ্ছে, কোনো টিকিট নেই।
বাধ্য হয়ে ঢাকাগামীদের হয় দালালের মাধ্যমে না হয় স্টেশনের কাউকে ম্যানেজ করে টিকিট নিতে হচ্ছে। টিকিট কালোবাজারি রোধে পুলিশ ও র্যারের নজরদারি থাকা স্বত্বেও গোপনে চড়া দামে টিকিটগুলো হাত বদল হচ্ছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ