ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমীর উদ্যোগে তিন দিনব্যাপী বৈশাখী উৎসব গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
সাহিত্য একাডেমির উপদেষ্টা কবি মারুফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন ও প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি। স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা মামুন সিদ্দিকী।
আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উৎসব উপলক্ষে ভাষা চত্বরে বিভিন্ন স্টল বসে। এর আগে অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বৈশাখী উৎসবের উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর