চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক সরকারি কর্মকর্তার নামে রাজনৈতিক ফেস্টুন লাগিয়ে হেয় প্রতিপন্ন করার অভিযোগ এনে থানায় অভিযোগপত্র দায়ের করা হয়েছে। জানা গেছে, ঈদের কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ময়েজ উদ্দিনের নাম ও ছবি ব্যবহার করে কে বা কারা শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত রাজনৈতিক ফেস্টুন লাগিয়ে দিয়েছে।
এদিকে ফেস্টুনের বিষয়টি উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ময়েজ উদ্দিনের নজরে আসলে এই কাজের সাথে জড়িত ব্যক্তিদের শাস্তি চেয়ে শিবগঞ্জ থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পওর উপ-বিভাগের বিভাগীয় প্রকৌশলী মো. ময়েজ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি একজন প্রজাতন্ত্রের সরকারি কর্মকর্তা। কিন্তু কোনো স্বার্থান্বেষী মহল তাকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং সরকারি কাজে বাধা প্রদানের জন্য এই কাজটি করেছে। তিনি এই কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।
এদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পর এই কাজের সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে এবং অপরাধী সনাক্ত হলেই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
বিডি প্রতিদিন/ফারজানা