লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ চার যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার (৬ মে) মধ্যরাতে উপজেলার সারপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ গ্রামের একরামুল হকের ছেলে বিড়ি শ্রমিক আজিজুল ইসলাম (২০), একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে মাসুদ রানা (১৮), লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দবাজার এলাকার মশিউর রহমানের ছেলে ফরিদুল ইসলাম (১৮) ও একই গ্রামের হামিদার রহমানের ছেলে জিয়াদ হোসেন (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার সারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দেড় মাস আগে সরলখাঁ গ্রামের আশরাফ আলীর ছেলে সাজ্জাদের (১৫) সঙ্গে বিবাদ বাঁধে পাঠানটারী গ্রামের শাহ আলমের ছেলে জালাল উদ্দিন ওয়াসিমের (১৫)। এরই জেরে শুক্রবার (৬ মে) রাতে সাজ্জাদের নেতৃত্বে ১০টি মোটরসাইকেল নিয়ে ৩০-৩৫ জন যুবক পাঠানটারী এলাকায় এসে ওয়াসিমের বড় ভাই জসিমকে মহাসড়কে দাঁড়িয়ে থাকতে দেখে রামদা দিয়ে কোপ দেয়। বিষয়টি বুঝতে পেয়ে ওয়াসিম চিৎকার দিলে দৌড় দিয়ে রক্ষা পান। এসময় স্থানীয়রা ছুটে এসে একটি রামদা, চারটি রড ও কিছু লাঠিসহ ওই চারজনকে আটক করে। বাকিরা পালিয়ে যাওয়ার পথে ওই মহাসড়কের পাশে বসে থাকা পাঠানটারী এলাকার মজিদের ছেলে প্রিন্সকে (১৫) তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে পিছনে ধাওয়া করলে দেড় কিলোমিটার দূরে গিয়ে প্রিন্সকে ফেলে দিয়ে পালিয়ে যায় তারা।
স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অস্ত্রসহ আটক যুবকদের থানায় নিয়ে যায়। এ ঘটনায় শাহ আলম বাদী হয়ে পাঁচজনের নামসহ অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪ জনকে আটক করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/শফিক