কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের এক গ্রুপের সম্মেলন এবং অপর গ্রুপের পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে দু'পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলার হোসেন্দী ইউনিয়নের একটিভ একাডেমী মাঠ ও এর আশে পাশে বিকাল সাড়ে ৩ টা থেকে শুরু হয়ে থেমে থেমে বিকাল ৫ টা পর্যন্ত সংঘর্ষ চলে।
কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.আল-আমিন হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড শটগানের গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তবে কোন পক্ষেই হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল