দেশব্যাপী বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি।
শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক হুইপ মসিউর রহমান। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা বক্তৃতা করেন। সমাবেশে জেলার প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন।
অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের নৈরাজ্য ও দূর্ণীতির সমালোচনা করেন। তারা বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সারাদেশে নিম্নআয়ের মানুষের খাদ্যের অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
বিডি প্রতিদিন/কালাম