ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এছাড়া প্রশাসনের কর্মকর্তাগণসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১২টি দল এ খেলায় অংশগ্রহণ করবে।
বিডি প্রতিদিন/ফারজানা