১৬ মে, ২০২২ ১৮:৩০

সড়ক সম্প্রসারণে নাটোরে উচ্ছেদ অভিযান

নাটোর প্রতিনিধি

সড়ক সম্প্রসারণে নাটোরে উচ্ছেদ অভিযান

নাটোর শহরের প্রধান সড়ক সম্প্রসারণের জন্য ভেঙে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা। সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক ও জনপথ বিভাগ।

নাটোর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, নাটোর শহরের অভ্যন্তরে চলমান উন্নয়ন ও সড়ক সম্প্রসারণ কাজের জন্য উভয় পাশে অধিগ্রহণ এবং অবৈধ দখলে থাকা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। সকাল থেকে সড়ক বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপ সচিব কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে শুরু হয় উচ্ছেদ অভিযান। অভিযানে নাটোর প্রেসক্লাব ছাড়াও শহরের শত বছরের পুরাতন স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। তিনদিন ব্যাপী এ অভিযান চলবে বলে জানান তিনি।
 
৮৪ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নাটোর শহরের হরিশপুর থেকে বেলঘড়িয়া বাইপাস পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার সড়ক সম্প্রসারণ কাজ শুরু হয় ২০১৭ সালে। মামলাসহ নানা জটিলতায় মাঝপথে আটকে ছিল এ কাজ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর