১৯ মে, ২০২২ ২০:০৪

রাজশাহীতে বাইসাইকেল পেলেন ৫৬ গ্রাম পুলিশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে বাইসাইকেল পেলেন ৫৬ গ্রাম পুলিশ

রাজশাহীর পবা উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে পবা উপজেলা পরিষদ চত্বরে ৫৬ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা'র সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- পবা উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, দামকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মুঞ্জিল, হরিপুর ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু প্রমুখ।

বাইসাইকেল পেয়ে হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ জিয়াউল রহমান বলেন, এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবেন।

বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর