শিরোনাম
১৯ মে, ২০২২ ২১:২৮

কালিয়াকৈরে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

কালিয়াকৈরে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

গাজীপুরের কালিয়াকৈরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২২ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্য গুদামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ শুরু হয়। ধান ও চাল সংগ্রহ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্ত ফারজানা হক দিপু, খাদ্য গুদাম পরিদর্শক সোহেল রানা,দেওয়ান মোহাম্মদ আবু সায়েম,উপ পরিদর্শক,জুয়েল মৃধা,উপ খাদ্য পরিদর্শকসহ  প্রমুখ। 

ধান ও চাল সংগ্রহের ব্যাপারে উপজেলা খাদ্য গুদাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এমদাদুল ইসলাম সিকদার বলেন, চলতি বছরে ২ হাজার ৪শত ৭৫ মে. ট. ধান কৃষকদের কাছ থেকে সরাসারি ক্রয় করা হবে। প্রতি মণ ধান ১ হাজার ৮০ টাকা দরে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর