২১ মে, ২০২২ ১৩:১২

নানা আয়োজনে দিনাজপুরে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি

নানা আয়োজনে দিনাজপুরে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

‘ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরে মেডিটেশন দিবস পালন করেছে বাংলাদেশ কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেল। 

শনিবার সকাল সাড়ে ৬টায় দিনাজপুর শহরের শিশুপার্ক এলাকার স্কেটিং গ্রাউন্ডে দিবসটি পালন করা হয়। এতে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের সদস্য ও বন্ধুরা যোগ দেন।

সকাল সাড়ে ৬টায় মা’জী নাহার আল বোখারীর অডিও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের শুদ্ধাচার বইয়ের বিষয়বস্তুর উপরে সংক্ষিপ্ত আলোচনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের আর্ডেন্টিয়ার আয়শা আকতার।

সম্মিলত কন্ঠে দিবসটির প্রতিবাদ্য ‘ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’ বাণীটি প্রত্যয়ন করা হয়। 

প্রত্যয়ন পরিচালনা করেন অনুষ্ঠানের সঞ্চালক ও দিনাজপুর সেলের আর্ডেন্টিয়ার ডা. আশিকা আকবর তৃষা। এরপর শহীদ আল বোখারী মহাজাতকের সংক্ষিপ্ত অডিও বক্তব্য শেষে অনুষ্ঠিত হয় বিশেষ মেডিটেশন।

বিকালে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের উদ্যোগে মেডিটেশন বা ধ্যান চর্চার গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে বিশেষ বুলেটিন প্রচার করা হয়। সন্ধ্যায় শহরের পুলহাট বাণিজ্যিক এলাকায় মেডিটেশন বা ধ্যানের উপরে নির্মিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর