২১ মে, ২০২২ ১৩:৩৩
ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো বিদ্যুৎ সংযোগ

মো: জহুরুল আলম, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো বিদ্যুৎ সংযোগ

খাগড়াছড়িতে ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭ টায় হঠাৎ ঝড়ো হাওয়ার প্রভাবে বিদ্যুতের খুটি ও গাছপালা ভেঙে ঘণ্টা খানেক যান চলাচল বন্ধ ছিল। বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিভিন্ন স্থানে গাছ পালা ভেঙ্গে পড়ে ও তাঁর ছিড়ে গিয়ে ৫ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বিভিন্ন এলাকা। 

গুইমারার ডাক্তার টিলা এলাকায় সড়কের পাশের গাছ উপড়ে পড়ে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ঝড় থামার পর তা স্বাভাবিক হয়। 

পানছড়ি, মাটিরাঙ্গা, লক্ষ্মীছড়ির বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ায় ফলজ বাগান ও বসত বাড়ির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও কোন হতাহত হয়নি। 

খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার জানান, ঝড়ো হাওয়ায় ৩৩ কেভি ও ১১ কেভি লাইনে গাছ ভেঙে ও ডালপালা পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক টিম লাইন চালু করার কাজ করছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর