২১ মে, ২০২২ ১৭:০২

নওগাঁয় কালবৈশাখীর তাণ্ডব, ঘরবাড়ি লন্ডভন্ড

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় কালবৈশাখীর তাণ্ডব, ঘরবাড়ি লন্ডভন্ড

কালবৈশাখী ঝড়ে নওগাঁয় আম, ধান, গাছ, বিদ্যুৎসহ বিভিন্ন গ্রামে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার ৩টার দিকে শুরু হয় কালবৈশাখী। প্রায় পৌনে এক ঘণ্টা ঝড়-বৃষ্টির কারণে উড়ে গেছে ঘরের টিনের চালা, উপড়ে গেছে বিভিন্ন ধরনের গাছ ও বৈদ্যুতিক খুঁটি। গাছের ডাল পড়ে বিদ্যুৎ এর খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে অনেক স্থানে বিদুুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে আম ও ধানের। 

বিভিন্ন রাস্তায় গাছপালা ভেঙে পড়ে আছে। শত শত হেক্টর জমির আম ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 
পোরশার নিতপুর সুহাতি গ্রামের কৃষক মজিবর রহমান মাস্টার বলেন, তার ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশির ভাগ ধান তলিয়ে গেছে। 

ঘাটনগর ইউনিয়নের বাঙ্গাবাড়ি গ্রামের আম বাগানের মালিক মোখলেছুর রহমান বলেন, বাগানের প্রায় সব আম ঝরে গেছে। আর সপ্তাহ খানেক পরে তিনি গাছ থেকে আম নামাতেন কিন্তু ঝড়ের কারণে তার ব্যাপক ক্ষতি হয়ে গেল।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর