বরগুনা সদর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর, আনিচুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা, বিশ্বজিৎ কুমার দেব, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি-রুল ইসলাম, প্রকল্প পরিচালক এসএম আশিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমরান হোসেন রাসেল প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলামের উপস্থাপনায় অবহিতকরণ সভায় ইউপি চেয়ারম্যান, মৎস্য চাষি, মৎস্য ব্যবসায়ীসহ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, জাতীয় অর্থনীতির একটি বৃহৎ অংশ অর্জিত হচ্ছে মৎস্য সম্পদ থেকে। প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও নির্দেশনায় আজ মৎস্য বিভাগের উদ্যোগে প্রতিটি বাড়িতে মৎস্য খামার গড়ে উঠেছে। হারিয়ে যাওয়া দেশীয় সু-স্বাদু মাছ চাষের পাশাপাশি শামুক -ঝিনুক চাষে মৎস্য চাষিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/আবু জাফর