২৬ মে, ২০২২ ১৭:১১

ফরিদপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের আদালত চত্বরে এ সমাবেশ করে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি।

বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, বিএনপি নেতা আজম খান, আতাউর রশিদ বাচ্চু, মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী,  সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, মিজানুর রহমান মিনান, আশরাফ হোসেন, গোলাম রব্বানী রতন, এম এম ইউসুফ, ভিপি সেলিম, শহিদুর রহমান, অ্যাডভোকেট মামুন অর রশিদ, অ্যাডভোকেট আলমগীর ভুইয়াসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আদালত চত্বর থেকে বের হয়ে কিছুটা দূরে যাবার পর পুলিশ তাতে বাধা প্রদান করে। পুলিশী বাধার কারণে মিছিলটি পণ্ড হয়ে যায়। পরে একই স্থানে সমাবেশ করে ফরিদপুর জেলা ও মহানগর ছাত্রদল। 


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর