২৮ মে, ২০২২ ১৪:৪৩

টাঙ্গাইলে ৩ ক্লিনিক সিলগালা ও জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ৩ ক্লিনিক সিলগালা ও জরিমানা

প্রশাসনের অভিযান

টাঙ্গাইলে অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক গড়ে উঠেছে। এসব ক্লিনিক বন্ধ করতেই শনিবার সকাল থেকে শুরু হয় সদর উপজেলা প্রশাসনের অভিযান। টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযানে কোনো বৈধ কাগজপত্র না থাকায় তিনটি ক্লিনিক সিলগালা ও তিনটি ক্লিনিক মালিককে জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন জানান, কোনো বৈধ কাগজপত্র না থাকায় ৩টি ক্লিনিক সিলগালা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার পরিবার পরিকল্পনার পরিচালক ডাক্তার শরিফুল ইসলাম ও জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর