যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বরিশাল আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। মহানগর যুবদলের বহিস্কৃত সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের নেতৃত্বে নগরীর হাসপাতাল রোড থেকে একটি আনন্দ মিছিল বের হয়।
শনিবার (২৮ মে) বিকেলে বের হওয়া মিছিলটি সদর রোড, গীর্জা মহল্লা, চকবাজার ও কাঠপট্টি হয়ে সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। আনন্দ মিছিলে জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ