বরগুনা জেলখানায় ১৯৭১ এর ২৯ ও ৩০ মে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী নিরাপরাধ বাঙালিদের বন্দী করে জেলখানার ভেতরে গণহত্যা চালায়। পরে শহীদদের জেলখানার বাহিরে মাটি চাপা দেওয়া হয়। হানাদার মেজর নাদের পারভেজের নেতৃত্বে জেলখানায় এই গণহত্যার ইতিহাস বাংলাদেশে এটিই।
শিশু সংগঠন খেলাঘর আজ গণহত্যা দিবস উপলক্ষে গণকবর শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও স্মরণ সভার আয়োজন করে। এদিন সকাল ৮টায় জেলা প্রশাসক হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, খেলাঘরের সভাপতি বেবী দাস, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি চিত্ত রঞ্জন শীল, খেলাঘরের সংগঠক ইসমাইল হোসেনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
এরপর খেলাঘর কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য চিত্ত রঞ্জন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ শহীদ পরিবারের সদস্যরা। স্মরণ সভায় বক্তারা সরকারের নিকট দাবি জানান, জেলখানায় যেখানে হানাদার বাহিনী গণহত্যা চালায় ওই স্থানটিতেও স্মৃতিস্তম্ভ নির্মাণ করে সংরক্ষণ করার।
বিডি প্রতিদিন/আবু জাফর