ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত গাড়ি চাপায় ওসমান (১৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বিলট্রেড কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। সে ধামরাইয়ের ধলকুন্ড উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় লোকজন জানান, দৈনিক মাতৃছায়া পত্রিকার ধামরাই প্রতিনিধি আলাউদ্দিনের মোটরসাইকেল নিয়ে তার ছেলে ওসমান একাই শনিবার রাত ৮টার দিকে বৃষ্টি শুরু হলে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে নিজ বাড়ি বাসনা গ্রামে যাচ্ছিল। কালামপুর বিলট্রেড কারখানার সামনে পৌঁছালে অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওসমান মারা যায়।
গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা তার লাশ বাড়ি নিয়ে গেছেন। চাপা দেওয়া গাড়িটি চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আবু জাফর