ফরিদপুরের নগরকান্দায় বাবু মোল্লা নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। নগরকান্দা থানা পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, নগরকান্দা বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী বাবু মোল্লা রাতে দোকান বন্ধ করে বাড়ী ফিরছিলেন। এসময় একটি ইটভাটার সামনে পৌঁছালে বেশ কয়েকজন সন্ত্রাসী তার উপর অর্তকিত হামলা চালায়। হামলাকারীরা বাবু মোল্লাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পর সেখানে সে মারা যায়। নিহত বাবু মোল্লার ভাই জানান, স্থানীয়দের সাথে বিরোধের জের ধরে তার ভাইকে হত্যা করা হয়েছে। নগরকান্দা থানার ওসি মোঃ হাবিল হোসেন জানান, ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি। নিহত বাবু মোল্লা নগরকান্দা উপজেলার শহিদ নগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা জিল্লু মোল্লার ছেলে।
বিডি প্রতিদিন/এএ