ফেনীতে দুইদিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে। ফেনীর ছাগলনাইয়া উপজেলার ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী। মেলার শুরুতে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রক্ষিন করে মেলাস্থলে এসে পৌছয়।
ফেনী জেলা তথ্য অফিসের আয়োজনে শিল্প ও নারী উন্নয়ন সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ৫ম পর্যায়ে শীর্ষক প্রকল্পের এ মেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও সহ ১৬টি স্টল রয়েছে।
জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বি মনিরের সভাপতিত্বে জেলা নাট্যকার ও আবৃত্তিকার পৃথ্বীরাজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বদরুল আলম মোল্লা, ছাগলনাইয়া উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার হোমায়রা ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাগলনাইয়া সার্কেল মোঃ মাশকুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী, শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ