ফেনীতে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়ার সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুর ১২টার দিকে বিজয়সিং দিঘীর পড় পুলিশের স্পেশাল টিম তাদের আটক করেন। আটককৃতদের মধ্যে ১০ জন ছাত্র ও ১৫ জন ছাত্রী।
জানা যায়, ফেনীতে দীর্ঘদিন থেকে উঠতি বয়সী বেশ কিছু ছাত্র-ছাত্রী ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন পার্ক, বিনোদন কেন্দ্র ও চায়নিজ রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযান চালায়। ঘটনাস্থলে অভিযানের দায়িত্বরত পুলিশ পরিদর্শক ফেরদৌসি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজি হননি।
এদিকে দুপুর ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আটক শিক্ষার্থীদের ফেনী মডেল থানায় রাখা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা মুঠোফোনে সাংবাদিকদের জানান, পুলিশ সুপার এ পর্যন্ত তাদের ব্যাপারে কোনো নির্দেশনা দেননি। নির্দেশনা পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর