টাঙ্গাইলে যত্রতত্র অবৈধভাবে গড়ে উঠা ৪ টি ক্লিনিককে সিলগালা ও একই সাথে আরো ১টি ক্লিনিক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সিলগালাকৃত ক্লিনিকগুলো হচ্ছে, আশেকপুর চক্ষু হাসপাতাল এ্যান্ড ফ্যাকো, নিউ রোকেয়া ক্লিনিক, করটিয়া ডিজিটাল ক্লিনিক ও খিদমাহ স্পেলাইজড ক্লিনিক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনার পরিচালক ডা. শরিফুল ইসলাম বলেন, বৈধ কাগজপত্র না থাকায় ৪টি ক্লিনিক কে সিলগালা করা হয়েছে এছাড়াও একটি ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন ও জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তাবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন