নাটোরে ২৫০০ লিটার চোলাই মদসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে নাটোর সদর উপজেলার পাইকপাড়া দাখিল মাদ্রাসা ও পাইকপাড়া করের পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদসহ তাদের আটক করে র্যাব।
র্যাব জানায়, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত সদর উপজেলার পাইকপাড়া দাখিল মাদ্রাসা ও পাইকপাড়া করের পুকুরপাড় এলাকায় কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আড়াই হাজার লিটার চোলাই মদসহ একই এলাকার মৃত শিবু বিশ্বাসের ছেলে গনেশ বিশ্বাস (৪৫) ও মৃত ভবানী বিশ্বাস এর ছেলে মানিক বিশ্বাস (৩৮) ও দরাপপুর এলাকার মৃত যোগেন্দ্রনাথ এর ছেলে বিশ্বনাথ বিষু (৪৫) কে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আসামিরা উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের উপস্থিতিতে চোলাই মদ তৈরি সংরক্ষণসহ বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত মাদক কেনাবেচা করার কথা জনসম্মুখে স্বীকার করে।
র্যাব আরো জানায়, আটককৃত ব্যক্তিদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম