ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের ‘হামলা’র প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করেছে ছাত্রলীগ।
আজ রবিবার নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন এর নেতৃত্বে মানববন্ধনে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী মামুন, সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন আঙ্গুর, শাহীন সরকারসহ সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য রাখেন।
ছাত্রলীগের মানববন্ধনে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা