মাগুরা সদর উপজেলা মিলনায়তনে আজ রবিবার সকালে পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন ও জেন্ডার বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আইইএম ইউনিট ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনার বাস্তবায়নে সদর উপজেলা মিলনায়তনে জনপ্রতিনিধি বিভিন্ন পেশাজীবী ও যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিনতি রাণী দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক খন্দকার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক আব্দুল মান্নান।
কর্মশালায় বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দারুল আলম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্যা ও মুফতি ওসমান গণি।
বিডি প্রতিদিন/আবু জাফর