খুলনায় আরও সাতটি অবৈধ সাতটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করেছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর।
রবিবার (২৯ মে) খুলনার ছোট বয়রা এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠান বন্ধ করা হয়।
এর আগে শনিবার ফুলতলা উপজেলায় অবৈধ সাতটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়।
বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা পরিচালক (প্রশাসন) হারুনুর রশিদসহ অভিযানে সিভিল সার্জন দপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। কর্মকর্তারা বলেন, নিবন্ধন পাওয়ার আগে এসব প্রতিষ্ঠান কোনোভাবে কার্যক্রম চালাতে পারবে না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন