ভোলা- ৪ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, শেখ হাসিনার জন্য বাংলাদেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ হয়েছে। তিনি সকল সেক্টরে উন্নয়নের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন করেছেন।
সোমবার বিকেল ৫টায় ভোলার চরফ্যাশন শেখ রাসেল স্টেডিয়ামে মুজিব শতবর্ষে ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এময় খেলায় বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়ার পর দর্শকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
এমপি জ্যাকব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন ক্রীড়ানুরাগী। ক্রীড়াক্ষেত্রে বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম রয়েছে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার মাধ্যমে ক্রীড়াঙ্গনের সাফল্য ধরে রাখতে হবে।
বিডি প্রতিদিন/এমআই