ফরিদপুরে ট্রাক চাপায় শেখ লিয়ন (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। সে আব্দুল খালেক ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। লিয়ন কৈজুরী ইউনিয়নের আলালপুর গ্রামের সোহরাব শেখের ছেলে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নুরুমিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, শহরতলীর বাখুন্ডা এলাকায় অবস্থিত আব্দুল খালেক ডিগ্রি কলেজ থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন শেখ লিয়ন। নুরুমিয়া বাইপাস সড়কে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই লিয়ন নিহত হয়।
কোতয়ালী থানার ওসি এম এ জলিল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটির চালককে আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ