পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর মুন্সি (৪৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার লতাচাপলী ইউনিয়নের মধ্য খাজুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে বাড়ির পাশের একটি খালে মাছ শিকার শেষে ফেরার পথে পার্শ্ববর্তী বাড়ির বৈদ্যুতিক সংযোগের ছেড়া তারে পা জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, তাকে স্থানীয়রা উদ্ধার করে তুলাতলী ২০ শয্যা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে মধ্যখাজুরা গ্রামে মৃত মন্নান মুন্সীর ছেলে।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম