বরগুনা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব ১৭ বালক-বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বরগুনা স্টেডিয়ামে বালিকা অনূর্ধ্ব ১৭-তে বরগুনা সদর উপজেলা দল ৩-০ গোলে বরগুনা পৌরসভাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বরগুনা উপজেলার পক্ষে তানিয়া ২টি ও ফালগুনি ১টি গোল করে সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতা নির্বাচিত হন।
অপরদিকে, বালক অনূর্ধ্ব ১৭-তে বরগুনা পৌরসভা ৪-১ গোলে টাইব্রেকারে তালতলী উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় হয়েছেন বরগুনা পৌরসভার গোলরক্ষক সিফাত এবং সেরা গোলদাতা হয়েছেন তালতলীর সজল।
খেলা পরিচালনা করেন জসিম উদ্দীন সাগর। সহকারী রেফারি ছিলেন বশির আহমেদ ও ইসলাম মোল্লা। চতুর্থ রেফারি ছিলেন খলিলুর রহমান কিরন এবং আতাউর রহমান সেলিম। ম্যাচ কমিশনার ছিলেন মজিবর রহমান। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আলমগীর হোসেন ও জেলা ক্রীড়া কর্মকর্তা নরেশ গাইন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই