গাজীপুরের কালিয়াকৈরে নবীনুর হোসেন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পল্লী বিদ্যুতের সাত্তারগেট এলাকা থেকে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নবীনুর হোসেন নেত্রকোনার কলমাকান্দা থানার গিলাচৌকা এলাকার সুরুজ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নবীনুর হোসেন জীবিকার সন্ধানে গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় আসেন। পরে ওই এলাকার নুরুল আমীনের বাড়ির বাসা ভাড়া নিয়ে স্থানীয় একটি পোশাক তৈরির কারখানায় চাকরি শুরু করেন। হঠাৎ করে তার চাকরি চলে যায়। বুধবার দুপুরে নিজ ঘরের ভেতর তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। শুনেছি চাকরি চলে যাওয়ায় সে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। ওই হতাশা থেকে সে আত্মহত্যা করে থাকতে পারে।
বিডি প্রতিদিন/এমআই