নোয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে প্রতিষ্ঠানসমূহের ক্রয় বিষয়ক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ বিভিন্ন জনপ্রতিনিধি নিয়ে বুধবার দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় ই-জিপি’র মাধ্যমে ক্রয়-বিক্রয় বিষয়ক সার্বিক ধারণা প্রদান ও ই-জিপি বাস্তবায়নে কাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ইকরামুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিইডি চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. এনামুল হক স্যার।
এলজিইডি সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবদুস সাত্তারের পরিচালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এলজিইডি সদর দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল ইসলাম, এলজিইডি নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আনম সেলিম, জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা ডা. জাফর উল্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, কবিরহাট পৌরসভা মেয়র জহিরুল হক রায়হান ও নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিৎ বড়ুয়াসহ প্রমুখ।
প্রধান অতিথিসহ বক্তাগণ ই-জিপি’র মাধ্যমে ক্রয়-বিক্রয় বিষয়ক সার্বিক ধারণা প্রদান ও ই-জিপি বাস্তবায়নে কাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আহ্বান জানান এবং নিজেদের নামে ই-জিপি আইডি’র পাসওয়ার্ড সংরক্ষণে রাখার আহ্বান জানান। কর্মশালায় ৪০ জন জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর